বুধবার সকালে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্য ডুমরিতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি (উত্তর) শাখার এসআই দেলোয়ার হোসেন জসিম জানান।
গ্রেপ্তার পলাশ ফকির (৩২) মধ্য ডুমরিতলা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা আছে।
এসআই দেলোয়ার বলেন, পলাশের বাড়ি থেকে সাতটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এখানে যে গাঁজা রয়েছে তার মূল্য হবে প্রায় দুই লাখ টাকা।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।