প্রকাশ: ১০ এপ্রিল, ২০২২ ৩:২৩ : অপরাহ্ণ
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের এতিম শিশুদের নিয়ে ইফতার করেছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। রবিবার বিকালে ধাওয়া বড় মিয়া বাড়ি আজিজিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গনে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। এসময় তিনি সকল এতিম শিশুদের সাথে মাটিতে বসে ইফতার করেন এবং নিজ হাতে এতিম শিশুদের উৎকৃষ্টমানের খাবার সামগ্রী বিতরণ করেন।
ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, জেপি নেতা ইউসুব আলী আকন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রিচান সিকদার, যুগ্ম আহবায়ক আল আমিন সরদার প্রমূখ।
ইফতার অনুষ্ঠানে দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধাওয়া বড় মিয়া বাড়ি আজিজিয়া কওমী মাদ্রাসার মোহতামীম মাওলানা মাহমুদুল হাসান ।